Bangladesh Auto Industries Limited ( BAIL) দেশে ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতের ঘোষণা দিয়েছে।
মিরসরাই ইকোনমিক জোনে ১০০ একর জমির উপর তাদের কারখানায় আগামী ২০২০ সাল নাগাদ দেশে ইলেকট্রনিক গাড়ি উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে। এই প্ল্যান্টে গাড়ির ৬০% (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে। BAIL এর বানানো ইভি গুলোর দাম হতে পারে,
সেডানঃ ১২-১৫ লাখ টাকা।
এসইউভিঃ ২০ লাখ টাকা।
হ্যাচব্যাকঃ ৮ লাখ টাকার নিচে।
এছাড়াও তারা মোটরসাইকেল ও বানাবে যরগুলোর দাম ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
এই গাড়িগুলো একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এবং প্রতি কিলোমিটার যেতে খরচ হবে ২ টাকার মতো। গাড়িগুলো ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে ২০ মিনিট চার্জ দিলেই চলবে বলে জানিয়েছে তারা; এই লক্ষে বিভিন্ন হাইওয়েতে পাওয়ার স্টেশনও বানাবে তারা।
এবং এই ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানিয়েছে তারা।
শুরুতে তারা ২০০ মিলিয়ন ডলার নিয়ে নামার ঘোষণা দিয়েছে।
এবং এই ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানিয়েছে তারা।
শুরুতে তারা ২০০ মিলিয়ন ডলার নিয়ে নামার ঘোষণা দিয়েছে।